বিলোনিয়া: দক্ষিন জেলা ভিত্তিক গন অবস্হান সংগঠিত করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি
দক্ষিন জেলা ভিত্তিক গন অবস্হান সংগঠিত করে রবিবার দুপুর বারটা নাগাদ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক গন অবস্থান সংগঠিত হয় বিলোনিয়া সমন্বয় কমিটির অফিসের সামনে। জেলার তিনটি মহকুমা থেকে ব্যাপক অংশের শিক্ষক কর্মচারীরা গন অবস্থানে অংশগ্রহণ করে।তিন ঘণ্টা পর্যন্ত এই গন অবস্থান চলে। গন অবস্থানের সভাপতি মন্ডলীতে ছিলেন জীবন শীল পঙ্কজ চক্রবর্তী গোপাল মজুমদার, শুভ্রা বৈদ্য।