ক্যানিং ২: ভোটের লিড কমলে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি পরিবর্তন করার হুঁশিয়ারি শওকত মোল্লার
আজ অর্থাৎ মঙ্গলবার বেলা 11 টা নাগাদ ক্যানিং পূর্ব বিধানসভার সকল বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক বর্ধিত কর্মী সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। আর এই সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে একদিকে যেমন তোপ দাগলেন তেমনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে ও কঠোর বার্তা দিতে শোনা যায় বিধায়ক কে তিনি বলেন "লোকসভা ভোটের তুলনায় যদি বিধানসভা ভোটে লিড কমে সেই বুথের বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি পরিবর্তন করা হবে"