কালিয়াচক ৩: বিয়ের সময় স্বামীকে কিনে দিয়েছে বাইক, বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই বাইক সেই থানার দারস্থ মহিলা
স্বামীকে কিনে দেওয়া বাইক ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ এক মহিলা। জানা গিয়েছে ওই মহিলার নাম নুর নাহার। বৈষ্ণবনগর থানা এলাকার এহেন ঘটনায় হতবাক সকলেই। জানা গিয়েছে, গত তিনবছর আগে নুরের বিয়ে হয় দেওনাপুরের সাফু শেখের সাথে। বিয়ের পর দু'জনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু নুরের কিনে দেওয়া বাইকটি ফেরত দেয়নি সাফু। সেই বাইক ফেরত চেয়ে এদিন পুলিশের কাছে অভিযোগ।