হেমতাবাদ: নিরাপত্তা সুনিশ্চিত করতে হেমতাবাদ সদর এলাকায় হানা পুলিশের
হেমতাবাদ সদর এলাকার বিভিন্ন পুজো কমিটির নিরাপত্তা সুনিশ্চিত করতে হানা দিল হেমতাবাদ থানার পুলিস। হেমতাবাদের বিভিন্ন কালী পুজোর মন্ডপ, বাজির দোকানে হানা দেওয়ার পাশাপাশি সাইকেল চালিয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে পুলিস।