ফাঁসিদেওয়া: ফাঁসিদেওয়ার শৈলানি জোত এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
ফাঁসিদেওয়ার শৈলানিজোত এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মল্লিক, পূর্বদুমদিয়াজোত এলাকার বাসিন্দা। এদিন শৈলানিজোত এলাকার একটি বাড়ির পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। খুনের সন্দেহ পরিবারের।