ভাঙড় ২: "রাজনৈতিক ভাবে যে অসুররা আছে তাদের বিনাশ দিদি করবে" ভাঙ্গড়ে পূজা মন্ডপ উদ্বোধনে এসে গানে মাতালেন সংসদ সায়নী ঘোষ
আজ অর্থাৎ শনিবার মহা পঞ্চমীতে ভাঙ্গড়ে একাধিক জায়গায় পুজো মন্ডপ উদ্বোধন করেন এলাকার সংসদ সায়নী ঘোষ এবং পর্যবেক্ষক সওকাত মোল্লা। রাত ন'টা নাগাদ হাতিশালা কাঁঠালবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবে ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে মন্ডপ উদ্বোধন করেন সাংসদ সায়নী ঘোষ এবং এলাকার পর্যবেক্ষক শওকত মোল্লা। উপস্থিত ছিলেন এলাকার সমস্ত তৃণমূলের নেতৃত্ববর্গ।