ভগবানগোলা ২: বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন রানীতলা থানার অন্তর্গত খোরদীকি পাড়া ও সরক পাড়া নিজেরাই কাজ করলো সকাল থেক 4:30 পর্যন্ত
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খোরদীকি পাড়া ও সরকার পাড়া মধ্যবর্তী এলাকায় জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়িতেও ঢুকে পড়েছে জল, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে জল নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। হাতের কাছে যা পাচ্ছেন তাই দিয়ে তৈরি করছেন অস্থায়ী নালা ও ক্যানেল, যাতে জমে থাকা জল দ্রুত