কাঁথি পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর্সকে গত মঙ্গলবার শোকজ করেছে রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের সচিব মূলত সোপা চিটিতে উল্লেখ করা হয়েছে হোল্ডিং ট্যাক্স বাড়ানো নিয়ে সাথে সাথে পরিষেবা নামের লক্ষ লক্ষ টাকা খরচ হলেও রাস্তা আলো নিকাশি সবেতেই ব্যর্থতা প্রকট হয়েছে, শোকজের জবাব ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। আজ কাউন্সিলরদের নিয়ে পৌরসভাতে বৈঠক করা হয় | পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই বৈঠকে না থাকা কথা উল্লেখ করেন।