সিউড়ি ১: প্রতিবাদ করায় এক পুলিশ কর্মীকে মারধর করে জামা ছিড়ে দিল এক টোটো চালক, ঘটনাটি ঘটেছে সিউড়ির জেলখানা গেট এর কাছে
Suri 1, Birbhum | Sep 23, 2025 মঙ্গলবার দিন সিউড়ি জেলখানা গেটের কাছে এক টোটো চালক রাস্তার ওপরে টোটো নিয়ে দাঁড়িয়েছিল। তাকে রাস্তা থেকে সরে যেতে বলায় টোটো চালক হঠাৎই অতর্কিতভাবে এক পুলিশ কর্মীকে মারধর শুরু করে, ছিড়ে দেয় তার জামা। ঘটনাস্থলে আহত হয় ওই পুলিশ কর্মী। সেই টোটো চালককে ইতিমধ্যে সিউড়ি থানা পুলিশ আটক করেছে।