গোপীবল্লভপুর ১: সংগঠনের কাজকর্ম ও আগামী পরিকল্পনা স্থির করতে গোপীবল্লভপুরের ছাতিনাশোলে বৈঠক করল ভারত জাকাত মাঝি পারগানা মহল
সংগঠনের কাজকর্ম পর্যালোচনা এবং আগামী পরিকল্পনা স্থির করতে বিশেষ বৈঠক করল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। রবিবার গোপীবল্লভপুরের ছাতিনাশোলে হয় এই বৈঠক। এদিন সংগঠনের বেলাকাঠিয়া মুলুক গড় এবং সবরনাখা খলাড় মুলুকের যৌথ নেতৃত্ব বৈঠকে উপস্থিত হন। জানা গিয়েছে আগামী দিনে আন্দোলনের রুপরেখা তৈরি করতে হয় বৈঠক