পাথরপ্রতিমা: আসন্ন কালীপূজা উপলক্ষে পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে ঢোলা হাই স্কুলে জরুরি বৈঠক ঢোলাহাট থানার
সুন্দরবন পুলিশ শিলা নির্দেশে ঢোলাহাট থানার পক্ষ থেকে আজ অর্থাৎ ১৬ই অক্টোবর সন্ধ্যা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানা ঢোলাহাই স্কুলের সামনের মাঠে আসন্ন কালীপুজো উপলক্ষে ঢোলাহাট থানা এলাকার শতাধিক পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে ঘন্টা দুয়েক ধরে জরুরী বৈঠক করা হয়,সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঢোলাহাট থানার আইসি,পুলিশ আধিকারিক,ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্সরা