শিলচর: মেয়ে সহ দুই নাতনিকে খুন করেছে মেয়ের জামাই,কালাইন বরইতলিতে অভিযোগ বাবার
Silchar, Cachar | Sep 16, 2025 মেয়ে সহ দুই নাতনিকে খুন করেছে মেয়ের জামাই।মঙ্গলবার বিকাল ৫ টায় কালাইন বরইতলিতে এ অভিযোগ করেন মৃত রিপা দাসের বাবা রতন দাস।রবিবার মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির গ্রীণফিল্ড এলাকায় আবাসন থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রিপাদাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এছাড়া আবাসন থেকে রিপা দাসের দুই কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার পিতা রতন দাস জানান, তার মেয়ে ও নাতনিদের খুন করা হয়েছে।