হেমতাবাদ: হেমতাবাদে দুর্গাপুজো মন্ডপের নিরাপত্তা পরিদর্শন
হেমতাবাদ সদর এলাকার বিভিন্ন দুর্গাপুজো মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করলেন হেমতাবাদ থানার পুলিসের পাশাপাশি দমকল। রবিবার দুপুরে নিরাপত্তা পরিদর্শন করাহয়।হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ অন্য পুলিস আধিকারিক রা উপস্থিত ছিলেন।