কুলতলি: ক্লাব সংগঠনের উদ্যোগে মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে পালের চক এ
কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক শান্তি সংঘের উদ্যোগে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে রক্তদান শিবির। যেখানে কয়েক শত রক্তদাতা রক্তদান করছেন । কলকাতার ওম নমক ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন। কয়েক শত রক্তদাতা রক্ত দান করেন।এ বিষয় নিয়ে জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের শিল্প পরিকাঠামো সঞ্চালক আবুবকর সরদার কি জানালেন শুনুন তারই মুখ থেকে।