কুলতলি: পাবলিক অ্যাপ এর খবরের জেরে কুলতলীর একাধিক এলাকায় নতুনভাবে উন্নত বিদ্যুৎ পরিষেবা পেতে চলেছে এলাকাবাসী
কুলতলীর গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চল ও মৈপিঠ অঞ্চলে বেহাল বিদ্যুৎ পরিষেবা থাকায় সেই খবর আমরা পাবলিক অ্যাপ এ বারে বারে পরিবেশন করার ফলে অবশেষে নড়েচড়ে বসে বিদ্যুৎ দপ্তর। এলাকাবাসীদের জন্য উন্নত বিদ্যুৎ পরিষেবা চালু করতে চলেছে বিদ্যুৎ দপ্তর। সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।