ঝাড়গ্রাম: বিনপুর থেকে আমকলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার বেহাল রাস্তার সংস্কারের দাবিতে ঝাড়গ্রামের জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান
ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে আমকলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এই রাস্তার সঙ্গে ঝাড়গ্রাম, বিনপুর, বেলপাহাড়ির ও লালগড়ের সঙ্গে যোগাযোগের সবথেকে কম সময় লাগে। কিন্তু সেই বামফ্রন্ট আমল থেকে আজ অব্দি এই রাস্তার কোনো সংস্কার হয়নি। নদীর পাড় দিয়ে এই রাস্তার বেহাল দশা আজকের নয় গত ১৫ থেকে ২০ বছরের সেই রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটি ডেপুটেশন দেন ঝাড়গ্রাম জেলাশাসের কাছে।