১২ই জানুয়ারি জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে কল্যাণের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কর্মসূচি করা হলো। কল্যাণী বিধানসভার মদনপুর জঙ্গল গ্রামের পশ্চিম বাবুর বাগান খেলার মাঠে ৫ হাজার কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান করা হয়, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার আশ্রমের মহারাজ, বিধায়ক অম্বিকা রায় সহ অন্যান্য সন্ন্যাসীরা। পাশাপাশি অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কোলে নির গয়েশপুর গোকুলপুর বাজারে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।