মেমারি ১: টোটো রেজিস্ট্রেশন না হলে, মেমারির রাস্তায় চলবে না টোটো!!!
রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণদপ্তর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। এই প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বহু মানুষ হয়তো এখনও বিষয়টা জানেনই না। গোটা রাজ্যের সাথে সাথে মেমারি পৌরসভার তরফেও l প্রচার চালানো হচ্ছে।জানা যাচ্ছে ৩০ নভেম্বরের পর নম্বরবিহীন আর কোনও টোটো চালানো যাবে না।