রামপুরহাট ১: শনিবার রামপুরহাট শহরে 10টি পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন হলো শহরের পুকুর ঘাট গুলিতে
শনিবার রামপুরহাট শহরে 10টি পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন হলো0শহরের পুকুর ঘাট গুলিতে ।বারোয়ারি থেকে শুরু করে বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন হয় ৷ সন্ধ্যে সাতটা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন চলে রাত একটা পর্যন্ত। পুলিশের পাশাপাশি তৎপর পুর প্রশাসনও ৷ রামপুরহাট পুরসবার চেয়ারম্যান সৌমেন ভকত ও বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিমা বিসর্জনের তদারকি করেন ।