মুরারই ১: অক্ষয় কুমার হাই স্কুল মাঠে আয়োজিত হল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী অরিন দত্ত
মুরারই প্লেয়ার অ্যাসোসিয়েশনের লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৪ই সেপ্টেম্বর রবিবার বিকেল নাগাদ মুরারই অক্ষয় কুমার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হন বড়তলা বনাম মুরগা ডাঙ্গা। ফাইনালে জয়ী হয় বড়তলা । জয়ী টিমকে 9 হাজার নগদ ও ট্রফি এবং রানার্স টিমকে 5 হাজার নগদ ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অরিন দত্ত, মোস্তফা খান, দিলীপ পিপড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।