মন্তেশ্বর: ফুটবল জার্সি, স্কুল ব্যাগ ও পুজোর নতুন বস্ত্র বিতরণ বড় পলাশন ২ নং অঞ্চলে
রবিবার বিকালে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকে বরপলাশন ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বড় বরপলাশন দু'নম্বর অঞ্চল অন্তর্গত ঘুষখের পাড়ের বাজারেএই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কয়েকশো ব্যক্তিকে নতুন বস্ত্র বিতরণ করা হয় এছাড়াও পাঁচটি ক্লাবকে ফুটবল জার্সি এবং প্রায় ৩০ জন ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয় ।