সিউড়ি ২: হাটজন বাজার কানন পল্লীর কল্যাণ সমিতির নবপত্রিকা স্নান করানো উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
Suri 2, Birbhum | Sep 29, 2025 সোমবার দিন মহাসপ্তমী উপলক্ষে নবপত্রিকা স্নান করানোর আয়োজন করা হয় প্রত্যেক বছরের মত এ বছরও নিয়ম রীতি মেনে। নবপত্রিকা স্নান করানো উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে।