পুরুলিয়া ১: পুনরায় এক নম্বর ব্লক inttuc সভাপতি পদে নিযুক্ত হলেন মহাদেব মাহাতো
পুজোর মুখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদের দেখা গেল এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ সেই বিজ্ঞপ্তিতে পুরুলিয়া ১ নম্বর ব্লকের আইএনটিটিইউসির ব্লক সভাপতি বলে নিযুক্ত হয়েছেন মহাদেব মাহাতো। তিনি এই নিয়ে তৃতীয়বার এই পদে নিযুক্ত হনl সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সন্ধ্যা সাতটার সময় পুরুলিয়া থেকে কি জানালেন শুনে নেওয়া যাক তিনি কি জানালেন?