চোপড়া: লাগাতার চোপড়া পুলিশি অভিযান সোনাপুর মহানন্দা ঘাটে।
লাগাতার পুলিশি অভিযান সোনাপুর মহানন্দা ঘাটে। সোমবার সকাল 11 টা নাগাদ অবৈধ বালি তোলা রুখতে চোপড়া থানার পক্ষ থেকে বালির খাদান গুলতে ফের হানা দেওয়া হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নদীর ধারে থাকা তৈরি কিছু থর্মকলের নৌকা যা অবৈধ ভাবে বালি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোকে ভেঙে ফেলা হয় চোপড়া থানার পুলিশের পক্ষ থেকে।এ বিষয়ে পুলিশ সূত্রে জানাযায় চোপড়া এলাকায় অবৈধ বালি তোলা রুখতে চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, চোপড়া এলা