ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির মকর সংক্রান্তির মেলার প্রস্তুতিপর্ব প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারিতে চলছে বিকাল ৫টা নাগাদ।প্রতিবছরের মতো এ বছরও এই জয়দেব মকর সংক্রান্তি মেলার প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তার মধ্য দিয়ে প্রস্তুতি পর্ব চলছে।২০২৬ জয়দেব মেলার সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত অভিযানে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এমনই পদক্ষেপ নেওয়া হয়।