২০২২ সালের ১৩ ই মার্চ সন্ধ্যায় আগরপাড়া নর্থ স্টেশন রোডে দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অনুপম দত্ত। সেই ঘটনার সঙ্গে যুক্ত অমিত পন্ডিত , সঞ্জীব পন্ডিত ও জিয়াউল মন্ডল কে সোমবার দোষী সাব্যস্ত করা হয়েছিল ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে বুধবার ছিল রায়দানের কথা সেই মতো বুধবার দুপুরে তিনজনকে এগলাসে নিয়ে যাওয়া হয় সেখানেই বিচারক অমিত পন্ডিত সঞ্জীব পন্ডিত ও জিয়াউল মন্ডল কে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন এর পাশাপ