বিলোনিয়া: বিলোনিয়া মহকুমার বড়পাথরীতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়
বিলোনিয়া মহকুমার বড়পাথরীতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়। ২১ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এই কনভেনশন সংগঠিত করেন।এই কনভেনশনে বড়পাথরী এলাকা থেকে ডিওয়াইএফআই কর্মী সমর্থকগন সামিল হয়।