বলরামপুর: ১৮নং জাতীয় সড়কের শ্যামনগর এলাকায় পথ দুর্ঘটনা,জখম তিন জন
সাইকেল আরোহী কে বাচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাইক।দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে বাইকে থাকা এক কিশোরী সহ তিনজন। জখম কিশোরীর নাম বেবি সিং সর্দার বাড়ি বলরামপুর থানার ডমনতোড় গ্রামে। দুর্ঘটনায় জখম অপর দুই যুবকের নাম বুলেট সিং সর্দার, এবং উমেশ মাঝি দুজনের বাড়ি আড়শা থানার ভেলাইডি গ্রামে।