BLO র দ্বায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নলহাটি ১ ব্লক দপ্তরে BLO দের বিক্ষোভ ও গণদেপুটেশন । ঘটনাটি বীরভূমের নলহাটিতে। আজ দুপুর দুটো নাগাদ বীরভূমের ২৯৩ নলহাটি বিধানসভার অন্তর্গত নলহাটি ১ ব্লকের শতাধিক BLO একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং BLO র পদ থেকে অব্যাহতি চেয়ে নলহাটি -১ BDO সৌরভ মেহতার কাছে লিখিত আবেদন পত্র জমা দেন। তাদের দাবী কোনরুপ প্রশিক্ষণ ছাড়ায় হোয়াটস অ্যাপের মাধ্যমে নতুন নতুন নির্দেশিকা পাঠাচ্ছে ইলেকশন কমিশন।