মোহনপুর: মোহনপুর বিধানসভার মাইখরে অসুস্থ ব্যক্তির ঘর নির্মাণে এগিয়ে এলেন TTAADC-র EM রুনিয়াল দেববর্মা
লেফুঙ্গা ব্লকের অন্তর্গত মাইখর গ্রামে রাজেশ দেববর্মা নামে এক ব্যক্তি শারীরিক অসুস্থতা এবং দারিদ্রতার কারণে নিজের ভাঙ্গা ঘর মেরামত করতে পারছেন না। উনার সহায়তায় এগিয়ে এলেন ইএম রুমেয়াল দেববর্মা। উনার ঘর তৈরি করার জন্য কাঠ টিন দিয়ে সাহায্য করলেন তিনি।