কাটোয়া ১: "নিজের ভোট নিজে দিন, ভোট চুরি রুখে দিন" স্লোগানকে সামনে রেখে কাটোয়ার রবীন্দ্রভবনে ভোটাধিকার সম্মেলন কংগ্রেসের
নিজের ভোট নিজে দিন, ভোট চুরি রুখে দিন" স্লোগানকে সামনে রেখে কাটোয়া বিধানসভা এলাকায় ভোটাধিকার সম্মেলনের আয়োজন করল জাতীয় কংগ্রেস কমিটি। রবিবার বিকেলে কাটোয়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত সম্মেলনে ৩৪২টি বুথের কংগ্রেস কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতা রণজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে তৃণমূল বিজেপির মতোই ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি জানান, রাহুল গান্ধির দেখানো পথে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানাবেন।