কুলতলি: পাবলিক অ্যাপ খবরের জেরে কুলতলীতে পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধান
পাবলিক অ্যাপ খবরের জেরে দ্রুত নিষ্পত্তি হতে চলেছে কুলতলীর জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পানীয় জলের সমস্যা। প্রখর রোদের সময় কুলতলীতে জলের সমস্যা বেড়েই চলে,আর সেই খবর আমরা বারেবারে পাবলিক অ্যাপে সম্প্রচারিত করি। অবশেষে জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের উদ্যোগে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেছেন। এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাবেড়িয়ে এক নম্বর অঞ্চল প্রধান অসীম হালদার কি প্রতিক্রিয়া দিলেন শুনুন।