পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ বি দিঘা নন্দকুমার জাতীয় সড়কে রামনগরের বালিঘাই ও দেউলীবাংলার বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় দুটি পর্যটকের প্রাইভেট গারীর মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের দুটি গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জানা গেছে bmw গাড়িটির দীঘা থেকে কলকাতা দিকে যাচ্ছিল অপরদিকে সুজুকি গাড়িটি কাঠি থেকে দীঘার দিকে আসছিল এই দুর্ঘটনায় মারাত্মকভাবে যাত্রীরা জখম না হলেও আহত হয় তাদের স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় গাড়ি দুটিকে উদ্ধার করেছে পুলিশ |