ভরতপুর ১: অনুদান পেলেও থমকে স্বপ্নের বাড়ি! কাঠমানি না দেওয়ায় প্রধানের ‘নোটিশ’, অভিযোগ ঝিকড়ার উপভোক্তার
বাংলার বাড়ি প্রকল্পে অনুদান পেয়েও থমকে কাজ। কাঠমানি না দেওয়ায়, পঞ্চায়েত প্রধানের অঙ্গুলিহেলন এমন ঘটনা বলে অভিযোগ। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও এক উপভোক্তার বাড়ির কাজ আটকে দিলেন পঞ্চায়েত প্রধান। এই অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুর ১ ব্লকের ঝিকড়া গ্রামে। কয়েক মাস আগে কাজ শুরু হলেও সম্প্রতি ওই পরিবারের হাতে “বাড়ি বন্ধ রাখার” নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দও।