আজ ১২ ই জানুয়ারি সোমবার আনুমানিক বিকেল ৪ টে নাগাদ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোলপুর শহরের অলিগলি জুড়ে নারী-পুরুষ নির্বিশেষে এক প্রতিবাদী পদযাত্রা ও বিক্ষোভমিছিলের আয়োজন করা হয়। বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে এই কর্মসূচিতে অংশ নেন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। মিছিলে প্রধান স্লোগান ছিল— “বাংলার মনীষীদের অপমান মানছি না, মানবো না” এবং “বিশ্বজয়ী নোবেলজয়ী অমর্ত্য সেনকে কেন এসআইআর-এর নোটিশ, কেন্দ্র সরকার জবাব দাও।”প্রতিবাদকারীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাব