নারায়ণগড়: বেলদাতে সারা ভারত ধিক্কার দিবস পালন করল এসইউসিআই
গাজা কে মার্কিন ইজরায়েল জোটের উপনিবেশ বানানোর পরিকল্পনাকে ধিক্কার জানাতে এবং গাজায় সমস্ত রকম অবরোধ প্রত্যাহার করে সেখানকার শাসনভার প্যালেস্টাইনের জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা ভারত ধিক্কার দিবস পালিত হয়। এসইউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে বেলদা শহরে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এই দিন বেলদা কেশিয়াড়ি মোড় থেকে মিছিল শুরু হয়।