বলরামপুর: বেড়াদা মন্দিরের অদূরে কুমারী ব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
১৮ নম্বর জাতীয় সড়কে বেড়াদা শিব মন্দিরের অদূরে কুমারী ব্রিজে লরি ও বাইকের মধ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা জখম বাইক আরোহী, হাসপাতালে মৃত ঘোষনা চিকিৎসকের। মৃতের নাম শরত মাহাতো বাড়ি বলরামপুর থানার মালডি গ্রামে।