আই প্যাক সেন্টারে আচমকাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের পাশাপাশি একই ছবি লক্ষ করা গেল হেমতাবাদেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসা মূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদ সদর এলাকায় প্রতিবাদ মিছিল করার পাশাপাশি বিক্ষোভ সভা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।