মাটিগাড়া: TMC এর বিরুদ্ধে এলাকাকে অপবিত্র করার অভিযোগ তুলে ডাবগ্রাম ২নং গ্রাম পঞ্চায়েতের কার্যালয় শুদ্ধিকরন করল BJP
তৃণমূলের বিরুদ্ধে ডাবগ্রাম ২নং অঞ্চলকে অপবিত্র করার অভিযোগ তুলে ডাবগ্রাম ২নং গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে গঙ্গাজল ছিটিয়ে কার্যালয় শুদ্ধিকরণ করল বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।