ভাঙড় ২: ' দলকে বদনাম করার চক্রান্ত' পাঁচ বছর আগে ডিভোর্স হয়েছে বলে দাবি ভাঙ্গড়ে ধরনায় বসা আইএসএফ কর্মীর স্ত্রীর
ডিভোর্সের প্রমাণ পত্র দেখালেন গতকাল ভাঙ্গড়ের ভোগালী ২ এর ভূমরো গ্রামে ধরনায় বসা ISF কর্মী বলে দাবি করা ব্যক্তির স্ত্রী। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচ বছর আগে ডিভোর্স হওয়ার প্রমাণপত্র দেখালেন মমতাজ বিবি নামের ওই মহিলা। বর্তমানে তিনি মোকা মোল্লার সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ বলে জানান। এবং তিনি দাবি করছেন তৃণমূল দলের বদনাম করার জন্য এই চেষ্টা করছে তার প্রাক্তন স্বামী।