কালচিনি: কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় পালিত হল মুসলমান সম্প্রদায়ের ইদ-উল-আজহা
সারা দেশের পাশাপাশি কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় শনিবার হর্ষোল্লাসের সহিত পালিত হল মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব ঈদ উল অজহা (বকরিদ)। এদিন কালচিনি জামা মসজিদে এলাকার কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিলত হয় এবং ঈদের নামাজ পাঠ করে এবং গলা মিলে সবাইকে বকরিদের শুভেচ্ছা বিনিময় করে। মসজিদ কমিটির তরফে এদিন দুপুর ২টা নাগাদ হায়দার আলী আনসারী জানান বকরিদ আমাদের ত্যাগ ও বলিদানের উৎসব।