কালচিনি: নিমতি দোমোহানি এলাকায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ICDS সেন্টার
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত আইসিডিএস সেন্টার। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমতি দোমোহানি এলাকায়। শুক্রবার এলাকার বাসিন্দারা জানান গতকাল গভীর রাতে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে দুটি বুনো হাতি গ্রামে প্রবেশ করে নিমতি দোমোহানি আইসিডিএস সেন্টারে হামলা চালিয়ে সেন্টার ক্ষতিগ্রস্ত করে ও সেন্টারে মজুদ খাদ্য সামাগ্রীয়ও নষ্ট করে দেয়। ঘটনার জেরে আতংকের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।