পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম জন্মোমহোৎসব পালিত হল পূর্বস্থলীর পোলগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, সহ প্রতি ঋত্বিক বিকাশ চন্দ্র হালদার, উমাশংকর ঘোষ প্রমুখ। রবিবার সকাল থেকেই সমবেত বিনতি প্রার্থনা,নগর পরিক্রমা, সঙ্গীতাঞ্জলী, মাতৃসম্মেলন, সাধারণ সভা, ভাণ্ডারা প্রসাদে অংশগ্রহন করেন হাজার হাজার ভক্তরা। সন্ধ্যায় বৃন্দাবনে ননীচোরা যাত্রাপালা অনুষ্ঠিত হয়।