ঝাড়গ্রাম: প্রাক দীপাবলির আগে রাধানগর গ্রাম পঞ্চায়েতের শালুকগেড়িয়ায় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন,উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি
প্রাক দীপাবলির পুণ্য মুহূর্তে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের শালুকগেড়িয়ায় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডির উদ্যোগে দুঃস্থ শিশু, মা ও বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।