দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের ইয়াজপুর গ্রামে পোড়া ওষুধ স্প্রে করে দশ কাটা জমির বেগুন গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
এক ব্যক্তির দশ কাটা জমির বেগুন খেতে পোড়া কীটনাশক দিয়ে বেগুনের চারা পুড়িয়ে করে দেওয়ার অভিযোগ উঠলে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের ইয়াজপুর গ্রামে। রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দেগঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন বাহার উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি। বাহার উদ্দিনের দাবি ১০ কাঠা জমিতে বেগুনের চারা রোপণ করেছিলাম। শনিবার বিকেল পর্যন্ত চারা গাছ ঠিকঠাক ছিল। রবিবার সকালে মাঠে গিয়ে দেখি সবগুলো গাছ পুড়ে গেছে। পোড়া ওষু