ঝালদা ২: বন্দেমাতরম সংগীতের ১৫০ তম বর্ষে কোটশীলা ও বেগুনকোদরে তিরঙ্গা যাত্রা BJP-র
বন্দেমাতরম সংগীত রচনার ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে আজকে জয়পুর বিধানসভার অন্তর্ভুক্ত ঝালদা ২ নম্বর ব্লকের বিজেপির চার নম্বর ও ৫ নম্বর মন্ডলের উদ্যোগে কোটশীলা এবং বেগুনকোদর এলাকায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হলো ।