আজ মকর সংক্রান্তি ।সেই উপলক্ষে পুরুলিয়া শিমুলিয়ার কাঁসাই নদীর তীরে মকর পরব উপলক্ষে দেখা গেল লক্ষ লক্ষ মানুষের ভিড়, ছিল পুলিশী কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেক বছরের মতো এবছরও লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে ছিল এই কাঁসাই নদীর তীরে ।সেইচিত্র তুলে ধরা হলো এদিন দুপুর তিনটা নাগাদ।