ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলো INTTCU, উপস্থিত জেলা সভাপতি
তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে জেলা, ব্লক , গ্রাম পঞ্চায়েত গুলিতে তৃণমূলের উদ্যেগে বিজয়া সম্মিলনী করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC এর উদ্যোগে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়। INTTUC অনুমোদিত তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল এর মেদিনীপুর জেলার সভাপতি পার্থ মাহাতো এর সঙ্গে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশীষ মাহাতোর বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়।