সাগর: নৈহাটি নয়, গঙ্গাসাগরেই এবার 'বড় মা'! ২১ ফুটের কালী প্রতিমা দেখতে ভিড় খান সাহেব আবাদ এলাকায়
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে এবার দর্শন মিলছে নৈহাটির 'বড় মা'-এর আদলে তৈরি প্রতিমার। গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকায় শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি এ বছর ১১ তম বর্ষে পদার্পণ করল। আর এই একাদশতম বছরে তাদের বিশেষ চমক হল ২১ ফুট উচ্চতার কালী প্রতিমা, যা তৈরি হয়েছে নৈহাটির সুপরিচিত বড়মার আদলে।।