কুলতলি: ভুবনেশ্বরীতে কুমারী পূজায় মাতলেন কয়েকশত মানুষজন
কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠে দুর্গা পূজা কুমারী পূজায় মাতলেন কয়েকশত মানুষজন। কয়েক কিলোমিটার পথ হেঁটে বাজি বাজনা সহযোগে কুমারীকে নিয়ে এসে পূজার আসনে বসে। এ বিষয়ে নিয়ে পুরো পুরোহিত কি জানাচ্ছেন শুনুন।